বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবিতে ২ জেএসসি পরীক্ষার্থীর মৃত্যুতে শোক প্রকাশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তিতাস নদীতে জেএসসি পরীক্ষার্থী বোঝাই একটি নৌকাডুবিতে ২ শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ শোকবার্তায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত ও সেক্রেটারি জেনারেল মোবারক হোসাইন বলেন, আজ সকাল সাড়ে ৯টায় বীরগাঁও এলাকা থেকে জেএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকসহ প্রায় ১০০ যাত্রী কৃষ্ণনগর স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশে যাওয়ার সময় নৌকাটি তীরে ভেরানো সময় হঠাৎ উল্টে গিয়ে ডুবে যায়। এসময় বেশির ভাগ যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও মৃত্যু হয় ২ শিক্ষার্থীর। এখনো নিখোঁজ রয়েছে একজন। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে অনেকের। এ মর্মান্তিক দূর্ঘটনায় গোটা জাতি আজ শোকাহত। আমরা আহতদের সুচিকিৎসা প্রদান সহ এ ধরণের দূর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও নিহতদের পরিবার-পরিজনদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

এ দূর্ঘটনায় যারা নিহত হয়েছেন আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

সংশ্লিষ্ট