শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তরের কার্যালয়ে পুলিশি তান্ডবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

তল্লাশির নামে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর শাখার কার্যালয়ে পুলিশি তান্ডবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত, সেক্রেটারি জেনারেল মোবারক হোসাইন, চট্টগ্রাম মহানগরী উত্তর সভাপতি আহমেদ সাদমান সালেহ ও সেক্রেটারি আ স ম রায়হান বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকার দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাতের আঁধারে বিনা উষ্কানিতে লেলিয়ে দিয়ে তল্লাশির নামে শিবিরের চট্রগ্রাম মহানগরীর উত্তরের অফিসে ভাংচুর ও তান্ডব চালিয়েছে। পুলিশের এই বেআইনি আচরণ সারাদেশের ছাত্রজনতাকে ক্ষুব্ধ করেছে। অবৈধ ক্ষমতা ধরে রাখতে বাকশালী কায়দায় ভিন্নমত দমনের অপচেষ্টার অংশ হিসেবে সারাদেশে বিরোধী দলের অফিস গুলোতে নিয়মিত তান্ডব চালাচ্ছে সরকার। দীর্ঘদিন থেকে শিবিরের নেতাকর্মীদের উপর কার্যালয়ে প্রবেশে অঘোষিত কড়াকড়ি আরোপ করা হয়েছে। কার্যালয়ে গেলেই গ্রেপ্তার ও নির্যাতনসহ বিভিন্ন প্রকার হয়রানি করা হচ্ছে। সরকারের নির্দেশে কোন কারণ ছাড়াই পুলিশ গায়ের জোরে শিবিরের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে সব অফিস বন্ধ করে রাখার পাশাপাশি কিছুদিন পরপর হামলা করে আসবাব ভাংচুর ও লুটপাটে মেতে উঠছে। সরকার যে বর্বর কায়দায় গণতন্ত্রের কবর রচনা করে ক্ষমতায় টিকতে চাইছে এই ঘটনাই তার প্রমাণ। কোন প্রকার নোটিশ ছাড়াই একটি সংগঠনের অফিসে এমন ভাবে অভিযান পরিচালনা করা বেআইনি, অনৈতিক অগণতান্ত্রিক আচরণ।

নেতৃবৃন্দ বলেন, অফিস বন্ধ কালীন সময়ে রাতের আধারে হীন উদ্দেশ্যে নাটক সাজানোর জন্যই এই অভিযান পরিচালনা করেছে। অগণতান্ত্রিক ফ্যাসিবাদী সরকারের আজ্ঞা পালন করতে গিয়ে পুলিশ দেশের স্বাভাবিক পরিবেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। ছাত্রশিবির দেশের প্রচলিত আইনের বিরোধী বা নিষিদ্ধ সংগঠন নয়। ছাত্রশিবির দেশের আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল হয়ে তার নিয়মতান্ত্রিক জনকল্যাণ ও গঠনমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এসব কর্মসূচি পালন করতে আইনি কোন নিষেধাজ্ঞা না থাকলেও আওয়ামী স্বৈরাচারী সরকার তাদের দলীয় সন্ত্রাসী ও দেশের খেটে খাওয়া শ্রমিকের ঘাম ঝরা টাকায় লালিত আইনশৃঙ্খলা বাহিনীকে ছাত্রশিবিরের পেছনে লেলিয়ে দিয়েছে। যা অনাকাঙ্খিত ও নিচু মানষিকতার পরিচায়ক।

নেতৃবৃন্দ বলেন একটি আদর্শিক ছাত্র সংগঠন হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্রশিবির ছাত্রদের মেধার চর্চা লালনে প্রয়োজনীয় সহায়তা করে আসছে। কিন্তু সরকার ও পুলিশ বরাবরই ছাত্রশিবিরের গঠনমূলক কর্মকান্ডে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশির নামে এই জঘণ্য কর্মকান্ড বন্ধ করার জোর দাবী জানাচ্ছি। একই সাথে ছাত্রশিবিরের বিরুদ্ধে বেআইনি কর্মকান্ড বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।