রবিবার, ০১ জুন ২০১৪

সম্ভাবনায় দেশকে সমৃদ্ধ করতে মেধার সাথে প্রয়োজন নৈতিকতার বিস্ফোরণ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে গতকাল (শুক্রবার) সকালে বিভিন্ন শাখায় পৃথক জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে। ছাত্রশিবির বোয়ালখালী শহর সভাপতি নুরুল আবছার ও লোহাগাড়া পূর্ব সভাপতি কবির হোসেনের পৃথক সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের সাবেক সভাপতি শাহাদাত হোসাইন ও বর্তমান সভাপতি মেধাবী ছাত্রনেতা তারেক হোছাঈন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা শিবিরের সেক্রেটারী আসাদ উল্লাহ আদিল। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা শিবিরের প্রচার সম্পাদক আজাদ চৌধুরী, বোয়ালখালী শহর সেক্রেটারী রেজাউল করিম, বোয়ালখালী পূর্ব সেক্রেটারী সাজ্জাদ তালুকদার, লোহাগাড়া পূর্ব সেক্রেটারী সাঈদী আলম প্রমুখ।
সংবর্ধনা সভায় নেতৃবৃন্দ কৃতি ছাত্রদের উদ্দেশ্যে বলেন, ছাত্রদের মেধার মূল্যায়ন করতে না পারার কারণে দেশ আজ চরম সংকটে অবস্থান করছে। সম্ভাবনায় দেশকে সমৃদ্ধ করতে মেধার সাথে প্রয়োজন নৈতিকতার বিস্ফোরণ। পদ্মা সেতু, হলমার্ক, ডেসটিনি, বিসমিল্লাহ গ্র“প, রেলমন্ত্রীর দুর্নীতি সহ বড় বড় এমপি মন্ত্রীদের দুর্নীতির মাধ্যমে দেশকে ডুবিয়ে দিচ্ছে। তারাও অনেক সময় ভালো ছাত্র ছিল। কিন্তু মেধার সাথে নৈতিকতার শিক্ষা না থাকার কারণে দুর্নীতি করে দেশের কোটি কোটি টাকার জাতীয় সম্পদ হাতিয়ে নিয়েছে। বক্তারা আরো বলেন, সরকার দলীয় ছাত্রসংঘটনের কারণে ছাত্ররা শিক্ষার পরিবেশ পাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানে। অন্যদিকে মেধাবীদের ছাত্রসংগঠন ছাত্রশিবিরকে হামলা, নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে ধবংস করার পায়তারা করছে। এভাবে সরকার দেশকে মেধা শূণ্য করে নেতৃত্বহীন দেশে পরিণত করা গভীর ষড়যন্ত্র করছে। ছাত্রশিবির সরকারের এ পরিকল্পিত ষড়যন্ত্র কখনো বাস্তবায়ন করতে দিবে না। তাই আমাদের এ সম্ভাবনায় দেশকে আবার সমৃদ্ধ করার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে। তাই মেধাবীদের নৈতিক আদর্শে বিশ্বাসী হয়ে বক্তারা দেশের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান এবং সরকারের বিভিন্ন অপকর্মে কঠোর আন্দোলন কর্মসূচীতে অংশ নিয়ে দেশকে এগিয়ে নিতে উদ্বুদ্ধ করেন।
উল্লেখ্য, সংবর্ধনা অনুষ্ঠানের শেষে মেধাবী ছাত্রদের ক্রেস্ট, পুরস্কার ও সনদ বিতরন করা হয়।