রবিবার, ২৩ অক্টোবর ২০১৬

ময়মনসিংহ আনন্দমোহন কলেজের দুই শিবির নেতাকে গ্রেপ্তারের পর আদালতে হাজির না করায় গভীর উদ্বেগ


ময়মনসিংহ থেকে ছাত্রশিবির আনন্দমোহন কলেজ সভাপতি সিদ্দিকুর রহমান ও শিবির কর্মী শফিকুর রহমানকে গ্রেপ্তারের পর আদালতে হাজির না করায় উদ্বেগ প্রকাশ এবং অনতিবিলম্বে তার সন্ধান দাবী করে বিবৃতি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান ও সেক্রেটারী জেনারেল ইয়াছিন আরাফাত বলেন, গত ১৭ অক্টোবর রাত ১২টায় পুলিশের এস আই পরিমল চন্দ্র সহ ২৫/২৬ জন ডিবি পুলিশ সাদা পোষাক ও পুলিশের পোশাক পরিহিত অবস্থায় শহরের সানকিপাড়া প্রভাতি সেনা লেনের একটি বাসা থেকে তিন জনকে গ্রেপ্তার করে। পরের দিন মুহিত নামে একজনকে ছেড়ে দেয়। বাকি সিদ্দিকুর রহমান ও শফিকুর রহমানকে আটকে রাখে। অভিযানের সময় বাসা থেকে কিছু বই ও কম্পিউটার নিয়ে যায়। পর তার আত্মীয় স্বজনরা ডিবি অফিসে গিয়ে তাদের সাথে একাধিকবার দেখা করে। কিন্তু গ্রেপ্তারের পর ৬ দিন পেরিয়ে গেলেও অজ্ঞাত কারণে এখ পর্যন্ত তাদের আদালতে হাজির করা হয়নি। কেন হাজির করা হচ্ছেনা তাও স্পষ্ট করে বলছেনা পুলিশ। তাদের অন্যায় ভাবে গ্রেপ্তার করে আদালতে না তোলা বেআইনি ও মানবাধিকারের লঙ্ঘন। গ্রেপ্তারের পর আদালতে না তোলার পেছনে কোন ষড়যন্ত্র লুকিয়ে আছে কি না তা নিয়ে আমরা সন্দিহান। কেননা এর আগেও পুলিশ এভাবে গ্রেপ্তারের পর অস্বীকার করে ছাত্রদের হত্যা ও নাটক সাজিয়েছে।

নেতৃবৃন্দ বলেন, পুলিশ ছাত্রদের নিরাপত্তার বদলে এভাবে গ্রেপ্তার ও গুম রেখে সারাদেশে ছাত্রদের মাঝে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। পুলিশ কোন ভাবেই এই অমানবিক কাজ করতে পারেনা। আমরা স্পষ্ট করে বলতে চাই, শিবির নেতা সিদ্দিকুর রহমান ও শফিকুর রহমানকে নিয়ে প্রকার নাটক বা তাদের সামান্যতম ক্ষতি ছাত্রশিবির মেনে নিবে না। অবিলম্বে আমরা গ্রেপ্তারকৃত শিবির নেতাদের অবস্থান নিশ্চিত ও আদালতে হাজিরের মাধ্যমে আইনি প্রক্রিয়া অনুস্বরণ করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি।

সংশ্লিষ্ট