সোমবার, ১৩ মার্চ ২০১৭

মেধাবী ছাত্রনেতা শরিফুজ্জামান নোমানীর চিহ্নিত খুনিদের বিচারের দাবী জানিয়ে ছাত্রশিবিরের বিবৃতি

ত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সেক্রেটারী, মেধাবী ছাত্রনেতা শরিফুজ্জামান নোমানীর চিহ্নিত খুনিদের বিচারের আওতায় আনার দাবী জানিয়ে বিবৃতি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত ও সেক্রেটারী জেনারেল মোবারক হোসাইন বলেন, ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সেক্রেটারী মেধাবী ছাত্রনেতা শরিফুজ্জামান নোমানীর নির্মম হত্যাকান্ডের মধ্যদিয়ে বাংলাদেশে ছাত্র রাজনীতির ইতিহাসে বর্বরতার নিকৃষ্ট নজির স্থাপিত হয়েছে। ২০০৯ সালের আজকের এই দিনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীরা পৈশাচিক কায়দায় কুপিয়ে হত্যা করে শরিফুজ্জামান নোমানীকে। এই বর্বর হত্যাকান্ডে সারাদেশে নিন্দার ঝড় উঠলেও সরকার ও পুলিশ প্রশাসন এখন পর্যন্ত খুনিদের গ্রেপ্তার বা বিচারের আওতায় আনেনি। উল্টো তাদের পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের মত একটি জায়গায় প্রকাশ্যে একজন ছাত্রনেতাকে হত্যা এবং দীর্ঘদিন অতিবাহিত হলেও চিহ্নিত খুনীদের গ্রেপ্তার না করা রহস্যজনক। প্রশাসনের এই নির্লজ্জ দায়িত্বহীনতার কারণে সেদিনের চিহ্নিত খুনিরাই বার বার রাবি ক্যাম্পাসকে রক্তাক্ত করছে। পুলিশের সামনে তারা প্রকাশ্য আগ্নেয়াস্ত্র উচিয়ে হায়েনার মত হামলে পড়ছে। যারা ছবি গণমাধ্যমের কল্যাণে বহুবার দেখেছে জাতি। ক্যাম্পাসে ধারাবাহিক সন্ত্রাসের জন্য সরাসরি দায়ী এই বিচারহীনতা।

নেতৃবৃন্দ বলেন, নোমানীর খুনি ও তাদের সহযোগীরাই সারাদেশের ক্যাম্পাসগুলোকে মাদকের আখড়া, সন্ত্রাসের অভয়ারণ্য, অবৈধ অস্ত্রের মিনি ক্যান্টনমেন্ট ও ভীতির রাজ্যে পরিণত করেছে। আর এ জন্য দায়ী সরকার, পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের রহস্যজনক ভূমিকা। বরাবরই তারা সন্ত্রাসীদের ব্যপারে পৃষ্ঠপোষকের ভূমিকা পালন করে যাচ্ছে। যা লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎকে গভীর অনিশ্চয়তায় ফেলে দিয়েছে। আমরা

অবিলম্বে শরিফুজ্জামান নোমানীর খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। একই সাথে রাবি সহ সকল ক্যাম্পাসে প্রতিটি শিক্ষার্থীর সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা ও ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বজায় রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকার, পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি

সংশ্লিষ্ট