রবিবার, ১৯ মার্চ ২০১৭

শততম টেস্টে বাংলাদেশ দলের বিজয়ে ছাত্রশিবিরের অভিনন্দন

কলম্বোর ওভালে দ্বিতীয় টেস্টে ও নিজেদের শততম টেস্ট ম্যাচে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ অভিনন্দন বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত ও সেক্রেটারী জেনারেল মোবারক হোসাইন বলেন, কলম্বোর ওভালে দ্বিতীয় টেস্টে ও নিজেদের শততম টেস্ট ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট দল। এ বিজয় ঐতিহাসিক ও বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এক গৌরবোজ্জল স্মারক। এর আগেও বিভিন্ন দলের বিরুদ্ধে খেলে অভূতপূর্ব বিজয় ছিনিয়ে এনে বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদাকে সমুন্নত করেছে দামাল ছেলেরা। আজকের এ বিজয় জাতিকে আরও আশান্বিত করেছে। নিজেদের শততম টেস্ট ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে অভূতপূর্ব বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, শুভানুধ্যায়ীসহ সকল দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করি বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে এবং ক্রিকেট বিশ্বে নিজেদের অবস্থানকে আরো সুসংহত করতে সক্ষম হবে। ইনশাআল্লাহ্‌।