সোমবার, ০৩ ডিসেম্বর ২০১৮

ডিবিসি নিউজে ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট খবর প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ডিবিসি নিউজে 'ভোটের দিন নাশকতার পরিকল্পনা শিবিরের' উল্লেখ করে ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন খবর প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত ও সেক্রেটারি জেনারেল মোবারক হোসাইন বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে অবৈধ সরকার ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। আর সরকারের গোপন এজেন্ডা বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে ডিবিসি নিউজের মত দলকানা কিছু গণমাধ্যম। চলমান রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করে অবৈধ সরকারকে ফায়দা হাসিলের সুযোগ করে দিতেই শিবিরের নামে গুজামিল দিয়ে অভিযোগ রটনা করে প্রতিবেদন প্রচার করেছে ডিবিসি নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, ভোটের দিন নাশকতার পরিকল্পনা করছে ছাত্রশিবির। নিউজে কাল্পনিক গোয়েন্দা সূত্রের বরাত ও সুকৌশলে কলাণপুরের তথাকথিত জঙ্গি আস্তানার বিষ্ফোরণ এবং কিছু ভাংচুরের ফুটেজ জুড়ে দিয়ে ছাত্রশিবিরের নামে নিজেদের ইচ্ছামত অপপ্রচার করা হয়েছে। যা অপসাংবাদিকতার একটি ঘৃন্য নজির। নাশকতার ছক, পুলিশের উপর হামলার পরিকল্পনার তথ্য গুলোও অবাস্তব ও প্রতিবেদকের বিকৃত মস্তিস্কের দায়িত্বহীন আবিস্কার। প্রতিহিংসা পরায়ন হয়ে গায়েবী তথ্যের উপর ভিত্তি করে সুকৌশলে প্রতিবেদক শিবিরকে জড়িয়ে রাজনৈতিক বিদ্ধেষমূলক প্রতিবেদন প্রকাশ করেছে। পুরো প্রতিবেদনটিই উদ্ভট, অবাস্তব, কাল্পনিক ও বায়বীয় উপাদানে তৈরী করা হয়েছে। অন্যদিকে অবৈধ সরকারের বিরুদ্ধে দেশবাসীর গণআন্দোলনকে চাতুরতার সাথে নাশকতা উল্লেখ করা হয়েছে, যা অবৈধ সরকারের ইচ্ছারই প্রতিফলন। আর শিবির নেতাকর্মীদের উপর অবৈধ সরকার ও পুলিশের গুম, খুন, গ্রেপ্তার, নির্যাতন ও অবিচারের বিষয় গুলোকে এড়িয়ে যাওয়া হয়েছে। এমন নীতিহীন ভূমিকা অপসাংবাদিকতারই নামান্তর। প্রতিবেদনে সত্যকে এড়িয়ে গিয়ে সরকারের অপকর্মে সহযোগির ভূমিকা পালন করা হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, এর আগেও ছাত্রশিবিরকে জড়িয়ে বহুবার এমন দায়িত্বহীন উদ্ভট প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। যার বাস্তবতা জাতি কখনো দেখেনি বরং বানোয়াট প্রতিবেদনের কারণে তারা জাতির কাছে হলুদ সাংবাদিক হিসেবে চিহ্নিত হয়েছে। ডিবিসি নিউজসহ কিছু গণমাধ্যমের প্রশ্নবিদ্ধ ও অনৈতিক কর্মকান্ড দেশবাসীর মনে নানা প্রশ্ন এবং বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আর এই রাজনৈতিক প্রতিহিংসামূলক প্রতিবেদন বিভ্রান্তিকে আরো প্রকট করবে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, ছাত্রশিবির সাংবিধানিক ও নিয়মতান্ত্রিক পন্থায় কর্মসূচির মাধ্যমে ছাত্রদেরকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছে। কোন প্রকার নাশকতার সাথে ছাত্রশিবিরের দূরতম কোন সম্পর্ক নেই।

নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা ও জাতির বিবেক সমতুল্য। অবৈধ স্বার্থবাদী গোষ্ঠির ক্রীড়ণক হয়ে মিথ্যাচার করা পবিত্র দায়িত্বের প্রতি চরম প্রতারণা। এমন দায়িত্বহীন ভূমিকা অব্যাহত রাখলে জনগণের অনাস্থা ছাড়া তারা আর কিছুই অর্জন করতে পারবে না ডিবিসি নিউজ। আমরা আশা করি, ডিবিসি কর্তৃপক্ষ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এই মিথ্যা প্রতিবেদনের জন্য দু:খ প্রকাশ করবেন এবং প্রতিবাদটি প্রকাশ করে বিভ্রান্তি নিরসন করবেন।

নেতৃবৃন্দ সাংবাদিকতার মত পবিত্র পেশার দায়িত্বে নিয়োজিত থেকে মিথ্যাচার না করতে সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।