সোমবার, ১৬ মে ২০১৬

নারায়ণগঞ্জে অন্যায়ভাবে শিবির নেতাকে গ্রেপ্তার করে আদালতে হাজির না করায় উদ্বেগ প্রকাশ ও তার সন্ধান দাবী করে শিবিরের বিবৃতি প্রদান

গতকাল নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে শিবির নেতা তরিকুল ইসলাম রাকিবকে ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তারের পর অস্বীকার ও তাকে আদালতে হাজির না করায় উদ্বেগ প্রকাশ এবং অনতিবিলম্বে তার সন্ধান দাবী করে বিবৃতি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান ও সেক্রেটারী জেনারেল ইয়াছিন আরাফাত বলেন, গতকাল নারায়ণগঞ্জের ফতুল্লায় শিবির নেতা হাফেজ তরিকুল ইসলাম রাকিব কে মসজিদ থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। হাফেজ রাকিব মুসলিম নগর নয়াবাজার মসজিদের তারাবীহ নামাজের ইমাম ও মুয়াজ্জিন হিসেবে যোগদান করেন। যোহর নামাজ শেষে মসজিদ থেকে বের হলে সাদা পোষাকের ডিবি পুলিশ মুসল্লিদের সামনে থেকে তাকে তুলে নিয়ে যায়। এ সময় স্থানীয় মুসল্লিদেরকে বলা হয় ওসি সাহেব তাকে যেতে বলেছেন এবং যোগাযোগের জন্য একটি নাম্বার (০১৭১৩৩৭৩৩৫২) দিয়ে যায়। কিন্তু থানায় গিয়ে যোগাযোগ করলে পুলিশ তাকে গ্রেপ্তারের কথা অস্বীকার করে এবং গ্রেফতারের পর ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাকে আদালতে হাজির করা হয়নি। প্রকাশ্যে দিবালোকে গ্রেপ্তারের পর অস্বীকার এবং এখনো তাকে আদালতে হাজির না করায় নানা আশঙ্কার জন্ম দিয়েছে। আমরা মনে করছি, তার উপর জুলুম নির্যাতন চালানো অথবা কোন অসৎ উদ্দেশ্য হাসিলের জন্যই বেআইনিভাবে তাকে আদালতে হাজির করা হচ্ছেনা। এই অমানবিক আচরণে তার পরিবার গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে। কোন কারণ ছাড়াই অন্যায়ভাবে একজন কোরআনে হাফেজকে মসজিদ থেকে গ্রেপ্তারের পর অস্বীকার ও আদালতে হাজির না করা বাংলাদেশের প্রচলিত আইনের চরম লংঘন। পুলিশ তাকে গ্রেপ্তারের কথা অস্বীকার করলেও আমরা একটি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে, হাফেজ রাকিবকে বর্তমানে নারায়ণগঞ্জ ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। কোন অভিযোগ ছাড়াই মসজিদ থেকে একজন কোরআনে হাফেজকে গ্রেপ্তারের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে হুশিয়ার করে বলতে চাই, তাকে নিয়ে কোন প্রকার নাটক ছাত্রশিবির মেনে নিবে না।

নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন স্থানে অন্যায়ভাবে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী নিয়মিতই এই বেআইনি কাজটি করে যাচ্ছে। এর আগেও এমনভাবে গ্রেপ্তারের পর অনেক মেধাবী ছাত্রকে নির্যাতন ও মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। যা আমাদের উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। সংগত কারণেই তার পরিবারের সাথে সাথে আমরাও তার জীবন নিয়ে শঙ্কিত। অবিলম্বে আমরা গ্রেপ্তারকৃত শিবির নেতা হাফেজ তরিকুল ইসলাম রাকিবের অবস্থান নিশ্চিত ও তাকে আদালতে হাজিরের মাধ্যমে আইনি প্রক্রিয়া অনুস্মরণ করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি

সংশ্লিষ্ট