শহীদ শেখ মোজাম্মেল হক (মঞ্জু)

১২ ডিসেম্বর ১৯৭২ - ৩১ ডিসেম্বর ১৯৯৩ | ৬৪

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

শাহাদাতের ঘটনা

মৃত্যু এক অনিবার্য মহাসত্য। মৃত্যুর হাত থেকে কেউই মুক্তি পায়নি। মানুষের কীর্তিই মানুষকে চিরভাস্বর করে রাখে। মৃত্যুর পরেও হয়ে থাকে অমর। পৃথিবীর বুকে তাকে রাখে চিরস্মরণীয় বরণীয়। তেমনি কীর্তিগাঁথা আল্লাহর রাহে জীবন উৎসর্গকারী এক শহীদ শেখ মুজাম্মেল হক মঞ্জু। যার হাত ধরে অসংখ্য পথহারা যুবক জান্নাতের পথ খুঁজে পেয়েছে।

৩১ ডিসেম্বর, গাজীপুরে বোমা হামলায় শাহাদাত বরণ করেন এ তিনজন ভাই। (১) সাতক্ষীরা জেলার শ্রীরামপুরের অধিবাসী শামসুজ্জামান খান রেজা ঢাকা কলেজের ছাত্র ও শিবিরের সদস্য ছিলেন। (২) পটুয়াখালীর বাউফল থানার বড়জামালিয়া গ্রামের অধিবাসী কামারুজ্জামান সংগঠনের কর্মী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ছিলেন। (৩) মিরপুর ১৩, ব­ক-সি, লাইন-৮, রোড-২১-এর নিবাসী শেখ মোজাম্মেল হক মঞ্জু মিরপুর বাঙলা কলেজের মেধাবী ছাত্র ছিলেন 

একনজরে শহীদ মুহাম্মদ মোজাম্মেল হক মঞ্জু
নাম : শেখ মুহাম্মদ মোজাম্মেল হক মঞ্জু 

পিতার নাম : মৃত ডা: শেখ জামাল উদ্দিন
মাতার নাম : জাহানারা বেগম
ভাইবোনের সংখ্যা : ৫ ভাই, ৪ বোন (মঞ্জুভাই ২য়)
বর্তমান ঠিকানা : বাসা ৮/১১, ব্লক-সি, মিরপুর ১৩, ঢাকা।
স্থায়ী ঠিকানা : ঐ
শিক্ষা প্রতিষ্ঠান : ১ম শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত প্রি ক্যাডেট চাইল্ড কেয়ার হোম, মিরপুর-১২, ৯ম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মিরপুর বাংলা উচ্চবিদ্যালয়, মিরপুর-১২। ১৯৯১ সালে মিরপুর কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করেন।
সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান : জার্মান টেকনিক্যাল কলেজ, মিরপুর।
আহত হওয়ার তারিখ ও স্থান : ২৮ ডিসেম্বর ৯৩ ইং দত্তপাড়া টঙ্গী, গাজীপুর।
শহীদ হওয়ার স্থান ও তারিখ : ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৮ ডিসেম্বর ৯৪ ইং
কবরস্থান : সরকারি কবরস্থান, মিরপুর-১১, ঢাকা।
সাংগঠনিক মান : সংগঠনের কর্মী
শহীদের শখ : ঘর সাজানো ও ফুটবল খেলা
প্রিয় খাবার : ডাল ও ভর্তা।
জীবনের লক্ষ্য : ইঞ্জিনিয়ার
বিশেষ কৃতিত্ব : কৃতী ফুটবলার
আঘাতের ধরন : বোমা
যে শাখার শহীদ : ঢাকা মহানগর উত্তর

শহীদের স্মরণীয় বাণী
আমি একদিন চলে যাব, আর ফিরে আসবো না।

পিতা মাতার প্রতিক্রিয়া
আল্লাহ তার শাহাদাত কবুল করুন এবং তাকে জান্নাত নসিব করুন।

এক নজরে

পুরোনাম

শহীদ শেখ মোজাম্মেল হক (মঞ্জু)

পিতা

ডাঃ শেখ জামাল উদ্দিন

মাতা

জাহানারা বেগম

জন্ম তারিখ

ডিসেম্বর ১২, ১৯৭২

ভাই বোন

৫ ভাই ৪ বোন

স্থায়ী ঠিকানা

বাসা ৮/১১, ব্লক সি, মিরপুর ১৩, ঢাকা

সাংগঠনিক মান

কর্মী

সর্বশেষ পড়ালেখা

মিরপুর বাংলা কলেজ

শাহাদাতের স্থান

টঙ্গীর দত্তপাড়ায় আহত হন, শাহদাত বরণ করেন ঢাকা মেডিকেল কলেজ।