শহীদ মোঃ মতিয়ার রহমান মতি

০২ এপ্রিল ১৯৯৫ - ১৪ ফেব্রুয়ারি ২০১৫ | ২২০

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

শাহাদাতের ঘটনা

দিনাজপুর সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের [দর্শন] মেধাবী ছাত্র। ১৪ ফেব্র“য়ারি বিকেলে পুলিশ তার হাত ও পায়ে গুলি করে হাসপাতালে ভর্তি করে। রাতে উন্নত চিকিৎসার নামে ঢাকায় নেয়ার কথা বলে ডিবি অফিসে নির্যাতন করে শহীদ করা হয় সংগঠনের সাথী মোঃ মতিয়ার রহমানকে। শহীদের বাড়ি দিনাজপুর জেলার চিরির বন্দর থানার দক্ষিন নশরত পুর গ্রামে।

এক নজরে

পুরোনাম

শহীদ মোঃ মতিয়ার রহমান মতি

পিতা

মোঃ আব্দুর রহমান

মাতা

মর্জিনা খাতুন

জন্ম তারিখ

এপ্রিল ২, ১৯৯৫

ভাই বোন

৩ ভাই ও ৩ বোন

স্থায়ী ঠিকানা

গ্রামঃ দক্ষিত নসরত পুর,থানাঃ চিবির বন্দর, জেলাঃ দিনাজপুর

সাংগঠনিক মান

সাথী

সর্বশেষ পড়ালেখা

অনার্স ৩ য় বর্ষ (দর্শন), দিনাজপুর সরকারী কলেজ

শাহাদাতের স্থান

ডিবি অফিজ( রানী বন্দর বাজারের পাশে হাত ও পায়ে গুলি করে করে ডিবি কতৃক হত্য।


শহীদ মোঃ মতিয়ার রহমান মতি

ছবি অ্যালবাম: শহীদ মোঃ মতিয়ার রহমান মতি


শহীদ মোঃ মতিয়ার রহমান মতি

ছবি অ্যালবাম: শহীদ মোঃ মতিয়ার রহমান মতি