শহীদ আল মাহমুদ

০৯ জানুয়ারি ১৯৯৯ - ০১ জুলাই ২০১৬ | ২৩১

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

শাহাদাতের ঘটনা

১.৭.১৬, শহিদ আল মাহমুদকে গত ১৩ জুন১৬, ঝিনাইদহ শহরের বদনপুর গ্রাম থেকে গ্রেপ্তারের সময় উপস্থিত জনতা তাদের মধ্য থেকে এসআই আমিনুর ও এসআই উজ্জলকে চিনতে পারে।এর পেেও আল মাহমুদ নিখোঁজ ছিল । পরিবার নিরুপায় হয়ে ছেলে কে ফিরে পেতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। ০১-০৭-২০১৬ ইং তারিখ রাতে ঝিনাইদহের তেতুলবাড়ীয়া নামক স্থানে কথিত বন্দুকযুদ্ধের নামে গুলি করে হত্যা করে পুলিশ। ঝিনাইদহ সিদ্দিকিয়া কামিল মাদরাসার কামিল প্রথম বর্ষে অধ্যয়নরত ছিলেন। সংগঠনের সাথী ঝিনাইদহ শহর শাখার ছাত্রকল্যাণ ও আইন বিভাগের সদস্য ছিলেন । ঝিনাইদহ জেলার বদনপুর, গ্রামের রজব আলী ও জোসনা বেগমের ৪ সন্তানের মধ্যে ছোট সন্তান ।

এক নজরে

পুরোনাম

শহীদ আল মাহমুদ

পিতা

রজব আলী

মাতা

জোসনা বেগম

জন্ম তারিখ

জানুয়ারি ৯, ১৯৯৯

ভাই বোন

৪ ভাই বোনের মধ্যে সবার ছোট

স্থায়ী ঠিকানা

গ্রামঃ বদনপুর, কালিচরনপুর, ঝিনাইদহ

সাংগঠনিক মান

সাথী

সর্বশেষ পড়ালেখা

কামিল ১ম বর্ষ। ঝিনাইদহ সিদ্দিকিয়া কামিল মাদরাসা।

শাহাদাতের স্থান

ঝিনাদহের তেতুলবাড়িয়া নামক স্থানে কথিত বন্দুক যুদ্ধে হত্যা করা হয়।


শহীদ আল মাহমুদ

ছবি অ্যালবাম: শহীদ আল মাহমুদ


শহীদ আল মাহমুদ

ছবি অ্যালবাম: শহীদ আল মাহমুদ