"শিরকের ভয়াবহ পরিণতি এবং শয়তানের ষড়যন্ত্র"

১১৬. যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে, নিশ্চয়ই তিনি তাদেরকে ক্ষমা করবেন না। তবে এ ছাড়া যাকে চান ক্ষমা করেন। আর যে আল্লাহর সাথে শরিক করে নিঃসন্দেহে সে গভীর পথভ্রষ্টতায় নিমজ্জিত হয়েছে। ১১৭. আল্লাহ ছাড়া তারা শুধু নারীমূর্তি এবং অবাধ্য শয়তানকে ডাকে (উপাসনা করে)। ১১৮. আল্লাহ তাকে (শয়তানকে) লানত করেছেন আর সে বলেছে, আমি অবশ্যই আপনার বান্দাদের এক নির্দিষ্ট অংশকে অনুসারী হিসেবে গ্রহণ করব। (সূরা নিসা : ১১৬-১১৮)

তওবা : মহান আল্লাহর নিকটবর্তী হওয়ার অনন্য সোপান

হে ঈমানদারগণ, আল্লাহর কাছে তওবা করো, প্রকৃত তওবা। আশা করা যায়, আল্লাহ তোমাদের দোষত্রুটিসমূহ দূর করে দিবেন এবং এমন জান্নাতে প্রবেশ করবেন যারা পাদদেশ দিয়ে ঝরনাসমূহ প্রবাহিত৷ সেদিন আল্লাহ নবী এবং নবীর সঙ্গী ঈমানদারদের লাঞ্ছিত করবেন না৷ তাদের ‘নূর’ তাদের সামনে ও ডান দিকে দ্রুত অগ্রসর হতে থাকবে এবং তারা বলতে থাকবে, হে আমাদের রব, আমাদের জন্য আমাদের ‘নূর’ পূর্ণাঙ্গ করে দাও ও আমাদেরকে ক্ষমা করে দাও৷ নিশ্চয় তুমি সব কিছুর ওপর সর্বশক্তিমান ৷ (সূরা আত-তাহরিম : ৮)

সূরা আল-আসর (ক্ষতি থেকে বাঁচার উপায়)

সময়ের কসম। মানুষ আসলে খুবই ক্ষতির মধ্যে রয়েছে। তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে ও সৎকাজ করতে থেকেছে এবং পরস্পরকে হক কথার ও সবর করার উপদেশ দিতে থেকেছে।