১১ মে কোরআন দিবস


মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭ - রবিবার, ২০ আগস্ট ২০১৭

বিসমিল্লাহির রাহমানির রাহীম

১১ মে ঐতিহাসিক কুরআন দিবস পালন প্রসঙ্গে। প্রিয় দায়িত্বশীলভাই আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর মেহেরবানীতে সুস্থতার সাথে দ্বীনি দায়িত্ব পালন করে যাচ্ছেন। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে অবহিত করছি। আপনি নিশ্চয় অবহিত আছেন যে, ভারতের কলিকাতা হাইকোর্টে দায়েরকৃত কুরআন বাজেয়াপ্ত মামলার প্রতিবাদে ১৯৮৫ সালের ১১ মে চাঁপাই নবাবগঞ্জে আয়োজিত মিছিলে কুখ্যাত ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান মোল্লার নির্দেশে নির্বিচারে গুলিতে শাহাদাত বরণ করেন স্কুলছাত্র শীষ মোহাম্মদসহ আটজন। কুরআনের মর্যাদা রক্ষায় প্রাণ দিয়ে বিরল নজির স্থাপন করায় এই দিনটিকে তখন থেকেই কুরআন দিবস হিসেবে পালন করা হচ্ছে। ১১ মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে দেশব্যাপী নিন্মোক্ত কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

 


কর্মসূচী - ১

কুরআন বিতরণ

কর্মসূচী - ২

আলোচনা সভা ও দোয়া মাহফিল (থানা পর্যায়ে)

কর্মসূচী - ৩

কুরআনখানি (থানা পর্যায়ে)

 

কর্মসূচি -৪


হাতে লেখা পোস্টার লাগানো


সংশ্লিষ্ট