বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

১৪৭তম শহীদ আলী আজগর খান রাহাতের পিতার ইন্তেকালে ছাত্রশিবিরের শোক

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১৪৭তম শহীদ আলী আজগর খান রাহাতের গর্বিত পিতা, সিলেট নগরীর কায়েস্থরাইল খাঁন বাড়ির বাসিন্দা সোলেমান খান ফুসফুসজনিত রোগে আক্রান্ত হয়ে গত ২ ডিসেম্বর (সোমবার) দিবাগত আনুমানিক রাত ১:৩০ মিনিটে সিলেট আল হারামাইন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৪ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

এক শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, “শহীদ আলী আজগর খান রাহাতের পিতার ইন্তেকালে আমরা একজন শ্রদ্ধাভাজন অভিভাবককে হারালাম। তিনি ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ ও মহৎ ব্যক্তিত্ব। তাঁর ইন্তেকালে আমি গভীরভাবে ব্যথিত।”

তিনি আরো বলেন, “শহীদ পুত্রের শাহাদাতের পরেও তিনি কখনো পিছু হটেননি, বরং আরও দৃঢ়চিত্তে ইসলামী আন্দোলনের প্রতি তাঁর সহানুভূতি ও ভালোবাসা অটুট রেখেছিলেন। শহীদ আলী আজগর খান রাহাতের পিতা ছিলেন আন্দোলনের একজন নিবেদিত শুভাকাংখী, যিনি নিজের শোককে শক্তিতে পরিণত করে সংগঠনের প্রতি তাঁর অকৃত্রিম সমর্থন ও প্রেরণা প্রদানে অবিচল ছিলেন। তাঁর এই নিষ্ঠা ও ভালোবাসা আমাদের জন্য চিরকালীন প্রেরণার উৎস হয়ে থাকবে।”

“আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি শহীদ পিতাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকামে স্থান দান করুন এবং শোকাহত পরিবারকে এই দুঃখ সহ্য করার শক্তি দান করুন। আমিন।”