মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র্যালী
মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র্যালী করে ছাত্রশিবিরের বিভিন্ন শাখা। এসব র্যালীতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ হাজার হাজার ছাত্রজনতা।
ঢাকা মহানগরী পূর্ব
স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে রাজধানীতে বর্ণাঢ্য র্যালী করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা। সকাল ৭টায় কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ইয়াছিন আরাফাতের নেতৃত্বে র্যালীটি রাজধানীর বনশ্রী এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। শাখা সভাপতি রেজাউল হক রিয়াজের সভাপতিত্বে র্যালীতে শাখা সেক্রেটারী এম শামিম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগরী পশ্চিম
সকালে রাজধানীতে বর্ণাঢ্য র্যালী করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম শাখা। সকাল ৮টায় ধানমন্ডি ১৫ এলাকায় এ র্যালী অনুষ্ঠিত হয়। শাখা সভাপতিতে তামিম হোসেনের সভাপতিত্বে র্যালীতে নেতৃত্বদেন কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোবারক হোসেন। র্যালীতে শাখার হাজার হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করে।
ঢাকা মহানগরী দক্ষিণ
কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে রাজধানীতে বর্ণাঢ্য র্যালী করে ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। সকাল সাড়ে ৭টায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক শাহ মো: মাহফুজুল হকের নেতৃত্বে র্যালীটি অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক সাইদুর রহমান সাইদ, কলেজ কার্যক্রম সম্পাদক রাশেদুল হাসান রানা, মহানগরী সভাপতি মাইন উদ্দিন মৃধা, সেক্রেটারী সাদেক বিল্লাহ। র্যালিতে শাখার কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করে।
ঢাকা মহানগরী উত্তর
মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিশাল র্যালী করে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখা। সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় প্লানিং এন্ড ডেভোলপমেন্ট সম্পাদক শাহিন আহমেদ খানের নেতৃত্বে র্যালিটি বাড্ডা বিশ্বরোড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। এসময় শাখা সভাপতি আনিসুর রহমান বিশ্বাস, সেক্রেটারী তারেক হোসেনসহ শাখার হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট
- নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন
- মৌসুমী মুসল্লীঃ প্রেক্ষিত রমজান
- মানবিক দুর্বলতার উর্ধ্বে এক নিষ্কলুষ চরিত্র শহীদ মাহফুজুল হক চৌধুরী
- রাসূলের (সা.)-এর প্রণোদনায় এক অসাধারণ সাহাবী কবির কাব্যচর্চা
- উন্নত চরিত্র গঠনে রাসূল সা. এর আদর্শ
- মানবসম্পদ উন্নয়নে ইসলামের ভূমিকা
- বিখ্যাত মনীষীদের দৃষ্টিতে মহানবী হযরত মুহাম্মদ সা. যেমন ছিলেন
- ইসলামে শ্রমিকের মর্যাদা
- শপথের আলোকে আমাদের জীবন
- কালজয়ী নেতৃত্বের মডেল! রাষ্ট পরিচালনায় মুহাম্মদ (সা.)