রবিবার, ১৭ জানুয়ারি ২০১৬

দৈনিক সংগ্রামের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রশিবিরের শুভেচ্ছা বিনিময়

দৈনিক সংগ্রামের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বিকাল ৫ টায় দৈনিক সংগ্রামের কার্যালয়ে কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। এসময় দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের হাতে শুভেচ্ছা ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেন তারা। এসময় সহকারী প্রচার সম্পাদক জামাল উদ্দিন, প্রচার বিভাগের সদস্য পলাশ আহমেদ উপস্থিত ছিলেন। অন্য দিকে সংগ্রামের বিশেষ প্রতিনিধি ও চীপ রিপোর্টার রুহুল আমীন গাজী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে মোস্তাফিজুর রহমান বলেন, শত প্রতিবন্ধকতার পরও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আপামর জনগণের মনে জায়গা করে নিয়েছে দৈনিক সংগ্রাম। বিশেষ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মৌলিক অধিকার ও ইসলামের পক্ষে আপোষহীন ভূমিকার কারণে জনগণের কাছে পত্রিকাটি ব্যপক সমাদৃত। দৈনিক সংগ্রাম বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এই দ্বীর্ঘ পথ চলার ৪২ বছরের আজকের এই দিনে সংগ্রামের সকল সাংবাদিক, কলাকৌশলী ও শুভানুধ্যায়ীদেরকে ছাত্রশিবিরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সামনের দিন গুলোতেও দেশের সকল ক্রান্তিকালে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তাদের এ সফলতার ধারা অব্যাহত রাখবে।

সংশ্লিষ্ট