শনিবার, ৩০ জানুয়ারি ২০১৬

নতুন প্রজন্মকে সৎ, দক্ষ, দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার কাজ তীব্র করতে হবে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান বলেন, ছাত্রশিবির নতুন প্রজন্মকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে। ছাত্রদের শিক্ষা জীবনকে সুন্দর ও সাবলিল করে তুলতে তাদের পড়ালেখায় সহায়ক কার্যক্রম ও নৈতিক মান উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এখনো ছাত্রশিবির তার লক্ষ্যে পৌছাতে পারেনি। তাই নতুন প্রজন্মকে সৎ দক্ষ, ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার কাজ তীব্র করতে হবে। তিনি আজ ঢাকার শহীদ আব্দুল মালেক মিলনায়তনে ছাত্রশিবির ঢাকা দক্ষিণ ও ক্যাম্পাস অঞ্চলের শাখা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শিবির সভাপতি বলেন, আমাদের দেশকে সোনার বাংলায় পরিণত করতে সততা ও দক্ষতার সমন্বয়ে গড়া নেতৃত্বের বড় প্রয়োজন। আজকের তরুণ প্রজন্মকে সেভাবে গড়ে তুলতে পারলে তারাই ভবিষ্যতে দেশ থেকে দূর্ণীতি, সন্ত্রাস দূর করতে সক্ষম হবে। সুন্দরভাবে গড়ে উঠতে প্রয়োজন একটি সুন্দর পরিবেশ। আজকের সমাজ ব্যবস্থায় তরুণ প্রজন্মের উপযোগী সেই পরিবেশ অনুপস্থিত। উল্টো দেশের ভবিষ্যৎ প্রজন্মের পড়াশুনা ও নৈতিকতা ধ্বংস করতে হাজারো প্রচেষ্টা চলছে। ফলে লাখো সম্ভাবনা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। যা জাতিকে হতাশ করে তুলছে। কিন্তু ছাত্রশিবির জাতিকে আশান্বিত করতে সক্ষম হয়েছে। ধৈর্য্য ও সাহসিকতা দিয়ে সকল প্রতিকূলতা অতিক্রম করে ছাত্রশিবির এই প্রজন্মের পাশে থেকে তাদেরকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে ইসলামের সুমহান আদর্শ অনুস্বরণে অনুপ্রাণিত করছে। রাসূল (সাঃ) ও তাঁর সাহাবীদের জীবন তাদের সামনে তুলে ধরে ন্যায় ও কর্তব্যনিষ্ঠ হিসেবে গড়ে উঠার অনুপ্রেরণা যোগাচ্ছে। সীমাহীন ত্যাগের বিনিময়ে ছাত্রশিবিরের এই অব্যাহত কার্যক্রমের ফলে ছাত্রসমাজের বিশাল একটি অংশ আজ শুধু খুন,ধর্ষণ, চাঁদাবাজী, টেন্ডারবাজী, মাদক থেকে মুক্তই থাকছেনা বরং অন্যদেরও বিপদগামিতা থেকে রক্ষা করার চেষ্টা করছে। কিন্তু ধ্বংসের আহবান এখনো থেমে যায়নি বরং আরও গতিশীল হয়েছে। সুতরাং আমাদের কার্যক্রমের গতিও তীব্র করতে হবে। সকল অপকর্মকে ভালো কাজ দ্বারা মোকাবেলা করতে হবে। এজন্য কর্মীসহ ছাত্রসমাজকে সঠিক তত্ত্বাবধান নিশ্চিত করতে দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সংশ্লিষ্ট