পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে বাংলাদেশ দলের বিজয়ে ছাত্রশিবিরের অভিনন্দন
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়া কাপ টুর্নামেন্টে পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে বিজয় অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এক যৌথ অভিনন্দন বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. আতিকুর রহমান ও সেক্রেটারী জেনারেল ইয়াছিন আরাফাত বলেন, রাজধানীর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপ টুনামেন্টে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে বিজয় অর্জন করায় জাতি আনন্দিত। এই বিজয় এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। এই অসাধারণ বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এ বিজয় জাতিকে আশান্বিত করেছে। আমরা আশা করি এ বিজয় চূড়ান্ত বিজয়ে পরিণত হবে। বাংলার দামাল ছেলেরা আবারো দেশের সাড়ে ১৬ কোটি মানুষের মুখ উজ্জল করবে।
নেতৃবৃন্দ বাংলাদেশ ক্রিকেট দলের সুস্থতা ও মানসিক দৃঢ়তা কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া করেন।
সংশ্লিষ্ট
- কাছে কিংবা দূরে থাকি হৃদয়ের বন্ধন অটুট রাখি
- 'শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা' জীবন-সৌন্দর্যের নান্দনিক প্রতিচ্ছবি
- নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন
- মে দিবসের রক্তাক্ত ইতিহাস শ্রমিক অধিকার ও আমাদের দায়িত্ব
- আমাদের পথচলা থামবে না কোনো দিন
- ইসলামী আন্দোলনের কর্মীদের দৈনন্দিন জীবনে সময় ব্যবস্থাপনা গুরুত্ব ও কৌশল
- ইসলামী বিপ্লবের স্বাভাবিক পদ্ধতি
- প্রত্যাশা ও প্রাপ্তির উনচল্লিশ বছর "আমাদের পথচলা"
- আমরা কি চাই? কেন চাই? কিভাবে চাই?
- ইসলামী সাংস্কৃতিক আন্দোলন এবং করণীয়