দৃপ্ত শপথ - পরিকল্পনাবিদ মোঃ সিরাজুল ইসলাম
দৃপ্ত শপথ
- পরিকল্পনাবিদ মোঃ সিরাজুল ইসলাম
দ্বীন কায়েমের পথে দৃপ্ত শপথ
এগিয়ে চলি সদা হৃদয়ে মেখে,
শত বাধা মাড়িয়ে আনব আবার
সোনালী সমাজ এই ধরার বুকে।।
বাতিলের হুঙ্কার, চোখ রাঙানি
জুলুম-নিপীড়ন রুখে দিতে,
আল্লাহর কালিমার উড়াব নিশান
বদরের স্মৃতি বুকে কুরআন হাতে।।
নিজ হাতে দয়াময় জ্বালাবেন নূর
হিম্মত কার আছে মোদের রুখে!! (ঐ)
রাসুলের দেখানো পথটি ধরে
কুরআনের আলোকে জীবন গড়ি,
দিবসে সেনা আর রাতে ত্যাগী
মুক্তির আলোতে আঁধার চিরি।।
সবটুকু মানবো খোদার বিধান
জাহিলি সব মত দূরে ফিকে।। (ঐ)
বিপ্লবী চেতনা সঙ্গী করে
রবের রঙেতে রঙিন হব,
আল-কুরানের রাজ করতে কায়েম
আজকের খালিদেরা তৈরি রবো।।
শক্ত কদম আর সবর নিয়ে
শহীদি তামান্না রাখব বুকে।। (ঐ)