কেন্দ্রীয় সভাপতির মায়ের ইন্তেকালে ছাত্রশিবিরের শোক প্রকাশ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের সম্মানিতা মা আজ, ২৭ অক্টোবর ২০২৪, সকাল ৬:৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭০ বছর। তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম, মরহুমার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, “মরহুমা ছিলেন একজন আদর্শ মাতা, যিনি নিজের পরিবারকে ইসলামের নৈতিকতা ও মূল্যবোধে গড়ে তুলেছেন। তাঁর জীবন আমাদের জন্য অনুকরণীয়। তিনি ইসলামী মূল্যবোধে উজ্জীবিত মানুষ, যিনি তাঁর পরিবারের প্রতিটি সদস্যকে ইসলামী আদর্শের আলোকে গড়ে তোলার জন্য গভীর ভালোবাসা ও নিষ্ঠার সঙ্গে চেষ্টা করেছেন। তাঁর শূন্যতা আমাদের কাছে অপূরণীয়। মরহুমার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত!”
"সম্মানিত মা দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। আপনাদের নিকট দোয়ার দরখাস্ত জানাই, আল্লাহ যেন উনাকে ক্ষমা করে দেন এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। সেই সাথে কেন্দ্রীয় সভাপতিসহ পরিবারের সকল সদস্যকে ধৈর্যধারণের তাওফিক দান করেন, আমিন।"
উল্লেখ্য, মরহুমার প্রথম জানাজা আজ সকাল ০৯:৩০ মিনিটে ধানমন্ডি ঈদগাহ ময়দানে এবং দ্বিতীয় জানাজা আজ বিকেল ০৪:৪৫ মিনিটে নাটোর বড়ইগ্রাম শিবপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।