বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে চট্টগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল জুলাই সংঘটিত গণহত্যার দ্রুত বিচারের দাবি জানানো।

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন শাখার উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আযাদ এবং কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক উসামা রাইয়্যান।

বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে শেষ হয়। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা জুলাই গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে এর বিচারকার্য দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান। তারা বলেন, “জুলাই গণহত্যা শুধু নির্দিষ্ট একটি সময়ের নৃশংস ঘটনা নয়, এটি জাতির ইতিহাসে একটি কালো অধ্যায়। এর ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটি একটি ভয়ানক দৃষ্টান্ত হয়ে থাকবে।”

বক্তারা ছাত্রসমাজের ঐক্যের প্রতি জোর দিয়ে বলেন, "ছাত্রদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা জাতীয় সংকটে আলোকবর্তিকা হিসেবে কাজ করতে পারে। সংহতি সপ্তাহের মধ্য দিয়ে ছাত্রসমাজের দায়িত্ব ও ভূমিকা আরও সুস্পষ্ট হয়েছে।”

এই কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সচেতনতা এবং ঐক্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আয়োজকরা জানান, চট্টগ্রামে এ ধরনের আরও কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্যে উপস্থিত সকল সংগঠন 'জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ' পালনের বিষয়ে সম্মত হয়। বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এই কর্মসূচির ঘোষণা দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ছাত্রশিবিরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সেক্রেটারি এস এম ফরহাদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, ইসলামী শাসনতন্ত্রের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুনতাসির আহমদ, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন নূর ও পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক খায়রুল আহসান মারজান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সেক্রেটারি নাজমুল হাসান, স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের সভাপতি জামালুদ্দিন মোহাম্মদ খালিদ, ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড আর সেক্রেটারি সৈকত আরিফ প্রমুখ।

আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ ও মুখপাত্র উমামা ফাতেমা উপস্থিত ছিলেন।