জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ছাত্রসংগঠনের সাথে ছাত্রশিবিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত
পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে আজ (২৮/১১/২৪ ইং) বিকালে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহকে সফল করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনসমূহের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভার মূল উদ্দেশ্য ছিল জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে জাগরূক রাখা এবং বৈষম্য ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যকে সুসংহত করা।
সভায় বক্তারা বলেন, “জুলাই অভ্যুত্থান জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এর বিপ্লবী চেতনা বাস্তবায়ন এবং ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে ছাত্র আন্দোলনকে এগিয়ে নেওয়া জরুরি। বৈষম্যবিরোধী আন্দোলনের সফল বাস্তবায়নই ছাত্রসমাজকে একটি গৌরবময় ভবিষ্যৎ দিতে পারে।”
মতবিনিময় সভায় দেশের ৩৪টি ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের সফল বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা জানান। বৈষম্যবিরোধী আন্দোলনকে আরও শক্তিশালী করতে সকল অংশগ্রহণকারী সংগঠন একমত পোষণ করে।
বৈঠকে অংশগ্রহণকারী ছাত্রসংগঠনসমূহের নেতারা জুলাইয়ের বিপ্লবী আকাঙ্ক্ষা বাস্তবায়নের ব্যাপারে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, “জাতীয় সংকটে ছাত্রসমাজের ঐক্যই একটি সমৃদ্ধ সমাজ গঠনের মূল চাবিকাঠি।”
‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ উপলক্ষে আয়োজিত এই মতবিনিময় সভা ছাত্রসমাজের ঐক্যকে আরও দৃঢ় করেছে। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা বৈষম্যবিরোধী ও ফ্যাসিবাদমুক্ত একটি সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।