সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪

'ফ্রেমে বন্দি ৩৬ জুলাই: অভ্যুত্থানের পূর্বাপর' ফ্যাসিবাদবিরোধী আলোকচিত্র প্রদর্শনীর সমাপ্তি

জুলাই আন্দোলনের চেতনা জাগ্রত রাখতে এবং মানুষের মাঝে সেই স্মৃতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে আয়োজিত 'ফ্রেমে বন্দি ৩৬ জুলাই: অভ্যুত্থানের পূর্বাপর' শীর্ষক ফ্যাসিবাদবিরোধী আলোকচিত্র প্রদর্শনী আজ (৮ ডিসেম্বর ২০২৪) সফলভাবে শেষ হয়েছে। ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামের সমাপনী ঘোষণার মাধ্যমে প্রদর্শনীটির পর্দা নামে।

সমাপনী দিনে প্রদর্শনী দেখতে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নানা পেশার হাজারো মানুষ প্রদর্শনীতে অংশ নেন। নারী দর্শকদের পাশাপাশি শিশুদের উচ্ছ্বাসপূর্ণ উপস্থিতি প্রদর্শনীর পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

দুই দিনব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনীতে জুলাই অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে নিপুণভাবে তুলে ধরা হয়। এটি শুধুমাত্র ফ্যাসিবাদবিরোধী চেতনা প্রচারের একটি মাধ্যম ছিল না, বরং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামের প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি অনন্য উদ্যোগ।

প্রদর্শনীর অংশ হিসেবে 'JULY: WINGS OF FREEDOM' শীর্ষক ডকুমেন্টারি দেখানো হয়, যা দর্শকদের মধ্যে গভীর আবেগ ও অনুপ্রেরণা জাগ্রত করে।

সমাপনী ঘোষণায় ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, “এই প্রদর্শনী ছিল আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে স্মরণ করার প্রয়াস। এটি শুধু স্মৃতি রক্ষার নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার একটি প্রচেষ্টা।”

'ফ্রেমে বন্দি ৩৬ জুলাই: অভ্যুত্থানের পূর্বাপর' প্রদর্শনী ফ্যাসিবাদবিরোধী চেতনা ও জাতীয় ঐক্যের প্রতীক হয়ে থাকবে। দর্শনার্থীদের অভূতপূর্ব সাড়া প্রদর্শনীর সফলতাকে আরো উজ্জ্বল করে তুলেছে। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।