বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর মূল প্রতিপাদ্য : “মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ”

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর মূল প্রতিপাদ্য :
“মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ”

জ্ঞান ও মূল্যবোধের যুগপৎ চর্চার মাধ্যমে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক মানুষ গড়ার অভিপ্রায় নিয়ে ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ হতে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

২০২৪ সালে এসে প্রিয় জন্মভূমিকে বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করার সংগ্রামে আরও একবার নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ প্রাণের সংগঠন। ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ করে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইতোমধ্যেই দেশবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। তবে চূড়ান্ত বিজয় এখনও সূচিত হয়নি, পাড়ি দিতে হবে এক সুদীর্ঘ পথ।

সেই বিজয় নিশ্চিত করতে হলে মেধা ও সততার সমন্বয় প্রয়োজন। প্রয়োজন নিরবচ্ছিন্ন সংগ্রাম, অবিচল পথচলা। লক্ষ্য আমাদের একটিই—শান্তি, সম্প্রীতি ও ইনসাফের নতুন বাংলাদেশ। সে দেশ হবে আপনার, আমার, প্রত্যেকের। আমাদের সবার বাংলাদেশ।

#ছাত্রশিবির
#BICS_48_Years
#৪৮তম_প্রতিষ্ঠাবার্ষিকী
#সবার_বাংলাদেশ