শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

⊛⊛ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ ⊛⊛

আমাদের কর্মসূচি :
☞ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।
☞ ভাষা শহীদদের পরিবারের সাথে মতবিনিময় এবং ভাষা শহীদদের কবর জিয়ারত।
☞ শুদ্ধ বানান, শুদ্ধ উচ্চারণ ও ভাষা শিক্ষা কর্মসূচি।
☞ বাংলা বানান ও শুদ্ধ ভাষাচর্চা প্রতিযোগিতা।
☞ রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন।
☞ বইপাঠ প্রতিযোগিতা।
☞ সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতা।
☞ বাংলা ক্যালিগ্রাফি প্রতিযোগিতা।
☞ নিরক্ষরদের অক্ষরজ্ঞান দানের উদ্যোগ গ্রহণ।
☞ এতিম ও পথশিশুদের মাঝে প্রাথমিক শিক্ষার বই উপহার প্রদান।
☞ বাংলাদেশে অবস্থানরত বিদেশি ছাত্রদের বাংলা ভাষা শিক্ষা প্রদান কর্মসূচি।

#InternationalMotherLanguageDay