ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ
ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে আজ (৯ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করে ঢাকা মহানগর ছাত্রশিবির।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।
তিনি বলেন - "আসিয়ার ওপর ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনা আমাদের বিবেককে নাড়া দিয়েছে। নিকট আত্মীয়ের কাছেও যদি একটি শিশু নিরাপদ না থাকে, এর দায় কে নেবে?
দেশের নৈতিকতাহীন শিক্ষাব্যবস্থা, অপসাংস্কৃতির সয়লাব, নোংরা আকাশ সংস্কৃতি, ফ্রি মিক্সিংসহ সামগ্রিক সমাজব্যবস্থাই এর জন্য দায়ী।
ঢেলে সাজাতে হবে আমার বাংলাদেশকে। নাহলে আমার দেশ বারবার লজ্জিত হবে আমার ধর্ষিতা বোনের বোবা কান্নায়।