শহীদ আবরার ফাহাদ হত্যার রায় কার্যকর করে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী, আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর শহীদ আবরার ফাহাদ হত্যার ঘটনায় উচ্চ আদালত ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি উল্লেখ করে দ্রুত রায় কার্যকরের মাধ্যমে সুবিচার নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
১৬ মার্চ (রবিবার) এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেন, "ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার অপরাধে ২০১৯ সালের ৬ অক্টোবর ভারতের তাবেদার নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বুয়েটের শেরে-ই-বাংলা হলে ‘ছাত্রশিবির’ আখ্যা দিয়ে আবরার ফাহাদকে নির্মম ও পৈশাচিক নির্যাতনের মাধ্যমে হত্যা করে।"
পরিবারের পক্ষ থেকে মামালা দায়েরের প্রেক্ষিতে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর অভিযোগপত্র গঠন করা হয়। এরপর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর ২০২১ সালের ৮ ডিসেম্বর আদালত ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। আজ, ১৬ মার্চ, উচ্চ আদালতেও সেই রায় বহাল রাখা হয়।"
নেতৃবৃন্দ বলেন, "এই রায় ন্যায়বিচারের প্রতি জনগণের আস্থা দৃঢ় করবে এবং বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটাবে। আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং আশা করছি, দ্রুত এই রায় কার্যকর করার মাধ্যমে আবরারের পরিবার প্রকৃত ন্যায়বিচার পাবে।
আমরা আশা করি, এ রায়ের বাস্তবায়ন দেশের আইনের শাসন সুসংহত করবে এবং ভবিষ্যতে এ ধরনের নিষ্ঠুর হত্যাকাণ্ড রোধে দৃষ্টান্ত স্থাপন করবে।"