শহীদ আলী মোস্তফা

৩০ নভেম্বর -০০০১ - ২৬ নভেম্বর ১৯৯৯ | ১০৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

শাহাদাতের ঘটনা

শহীদ আলী মোস্তফা ছিলেন একজন সত্যের সৈনিক। শহীদি কাফেলার একজন নির্ভিক ও নিবেদিত প্রাণ। তিনি দ্বীন প্রতিষ্ঠার জন্য সকল সময় সচেষ্ট থাকতেন। তাঁর মত এমন নিষ্ঠাবান কর্মী খুব কমই চোখে পড়ে। তাঁর ছিল যেমন দীন প্রতিষ্ঠার জন্য সংগ্রামী চেতনা তেমনি ছিল শহীদি জীবনের স্বপ্ন। মহান রব তার সেই স্বপ্ন পূরণ করেছেন। তিনি আমাদের জন্য রেখে গেছেন অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

শহীদের বায়োডাটা

শাখা : সাতক্ষীরা জেলা
১) শহীদের পূর্ণ নাম : শহীদ আলী মোস্তফা
২) পিতার নাম: মৌলভী রিয়াজ উদ্দীন
জীবিত/মৃত : জীবিত পেশা : কৃষি
৩) মাতার নাম : মোছা: আনোয়ারা খাতুন
জীবিত/মৃত : জীবিত পেশা : গৃহিনী
৪) ঠিকানা : বর্তমান :গ্রামঃ পূর্ব নলতা , পোস্টঃ নলতা, উপজেলাঃ কালিগঞ্জ, জেলাঃ সাতক্ষীরা।
স্থায়ী : গ্রামঃ পূর্ব নলতা , পোস্টঃ নলতা, উপজেলাঃ কালিগঞ্জ, জেলাঃ সাতক্ষীরা।
৫) শহীদের তারিখ ও স্থান : ২৬/১১/১৯৯৯ ও কালিগঞ্জ থানা সড়ক ভবনের সামনে।
৬) ঘটনা: হরতালে ছাত্রলীগ ও যুলীগেরর সাথে সংঘর্ষ।
৭) কাদের দ্বারা আক্রান্ত : ছাত্রলীগ ও যুবলীগ বাহিনী ইটের উপর মাথা রেখে রড দিয়ে মাথা থেতলে যায়।
৮) ভাই-বোন কতজন (শহীদের অবস্থান কততম) : ভাই-বোন ৭জন, শহীদের অবস্থান তৃতীয়।
৯) ভাই-বোনদের পেশা: ভাই ২ জন চাকুরী, ১জন কৃষক, ১জন অধ্যায়নরত ও ২ বোন বিবাহিত।
১০) সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানঃ সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা
১১) শহীদের শখ : বই পড়া।
১২) ভবিষ্যত টার্গেট কি ছিল : আলিম হওয়া।
১৩) সাংগঠনিক মান : সাথী
১৪) যে সব দায়িত্ব পালন করেছেন (শেষ পর্যন্ত) : শাহাদাতের সময় তিনি নলতা ইউনিয়ন শাখার সভাপিত ছিলেন।
১৫) সংগঠনে আসার ইতিহাস শেষ দিন পর্যন্ত : শেষ দিন পর্যন্ত তিনি এ জমিনে দিন কায়েমের জন্য সচেষ্ট ছিলেন।
১৬) শহীদের জীবনের উল্লেখযোগ্য কিছু ঘটনা : বন্ধুদের সাথে গল্পের সময় এক পর্য়ায়ে বলছিলেন, “ আমি কি শহীদ হতে পারবো? আল্লাহ কি আমাকে শহীদ হিসাবে কবুল করবেন”?
১৭) শহীদের কবর কোথায় : পূর্ব নলতা
১৮) শহীদ সম্পর্কে পিতা ও মাতার অভিব্যক্তি : শহীদের পিতা বলেন, “আমার ছেলে দ্বীনকে বিজয়ী করার জন্য শহীদ হয়েছে তাই শহীদেও পিতা হতে পেওে আমি গর্বিত; এতে আমি দুঃখিত নই” । 

 

এক নজরে

পুরোনাম

শহীদ আলী মোস্তফা

পিতা

মৌলভী রিয়াজ উদ্দীন

মাতা

মোছা: আনোয়ারা খাতুন

জন্ম তারিখ

নভেম্বর ৩০, -০০০১

ভাই বোন

ভাই-বোন ৭জন, শহীদের অবস্থান তৃ

স্থায়ী ঠিকানা

গ্রামঃ পূর্ব নলতা , পোস্টঃ নলতা, উপজেলাঃ কালিগঞ্জ, জেলাঃ সাতক্ষীরা।

সাংগঠনিক মান

সাথী

সর্বশেষ পড়ালেখা

সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা

শাহাদাতের স্থান

কালিগঞ্জ থানা সড়ক ভবনের সামনে


শহীদ আলী মোস্তফা

ছবি অ্যালবাম: শহীদ আলী মোস্তফা


শহীদ আলী মোস্তফা

ছবি অ্যালবাম: শহীদ আলী মোস্তফা