শহীদ মুহাম্মদ শাহজাহান

০১ জানুয়ারি ১৯৭৫ - ০২ নভেম্বর ২০০৬ | ১৩০

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

শাহাদাতের ঘটনা

আমি গর্বিত
শাহজাহান ছিল আমার অতি প্রিয় সন্তান।আমার আট সন্তানের মধ্যে আমি তাকে খুব বেশী ভাল বাসতাম।ছোট বেলা থেকে সে খুব বিনয়ী ও ভদ্র ছিল। আমার ইচ্ছা ছিল ছেলেদের মধ্যে একটি ছেলেকে মাদরাসায় পড়া লেখা করাব, যে আমার মৃত্যুর পর আমার জানাজার নামাজ পড়িয়ে আমাকে কবরে শায়িত করবে। তাই আমি আমার অতি আদরের সন্তান মু শাহজাহানকে ৫ম শ্রেণী পর্যন্ত স্কুলে লেখা পড়া করার পর মাদ্রাসায় ভর্তি করি। ছোট বেলা থেকে সে খুব মেধাবী ছিল। ইসলামের প্রতি তার ছিল অগাধ বিশ্বাস। পাড়া প্রতিবেশী সবার সাথে ছিল তার সু-সম্পর্ক। কোন অপরিচিত লোকের সাথে একবার মিশতে পারলে সে তাকে বন্ধু বানিয়ে নিত। সে কখনও কারো সাথে তর্ক বিতর্কে লিপ্ত হতো না। ছাত্রশিবির করার কারনে অনেকে যখন বিভিন্ন কথা বলতো, তখন সে সবাইকে হাসি মুখে বরন করত। মাঝে মাঝে বাড়ীতে আসলে আমি দেখতাম সে আমার গ্রামের ছেলেদেরকে ইসলামের কথা বুঝিয়ে অনুপ্রানিত করত। আমার জানা মতে সে কখনও নামাজ কাযা করত না। শহীদ হওয়ার কিছু দিন পূর্বে পরীক্ষার ফরম পূরুন করার জন্য টাকা চেয়ে ছিল। টাকার জন্য বাড়ীতে আসলে তার বড় ভাই টাকা দিতে একটু গড়ি মশি করে। তখন সে বলেছিল ভাই এবার শেষ বারের মত টাকা দেন আর দিতে হবে না। আজ আমার মনে হচ্ছে আমার আদরের সন্তানটি সেই দিন জানত সে আল্লাহর দরবারে চলে যাবে। আজ সন্তান হারিয়ে আমি বাকরুদ্ব। আমার সন্তানের লাশ আমাকে কবরে শায়িত করতে হল। তার পরও আমি গর্ব বোধ করি আমি শহীদের পিতা। আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন আমার ছেলেকে শহীদ হিসাবে কবুল করে নেয় এবং তার রেখে যাওয়া সংগঠনটি কে যেন হেফাজত করে এই দোয়া করছি। শহীদের পিতা হিসাবে আমার সন্তান হত্যার সুষ্ঠু বিচার দাবি করছি।

এক নজরে শহীদ মো. শাহজাহান

নাম : মো. শাহাজাহান
পিতা : সিরাজুল ইসলাম
মাতা : মাজেদা বেগম
ঠিকানা : উত্তর দুর্গাপুর পো:দুর্গাপুর বাজার সদর দক্ষিণ,কুমিল্লা
ভাই বোনদের সংখ্যা : ৬ ভাই ২ বোন (তিনি সপ্তম)
জন্ম তারিখ : ১৯৭৫ ইং
একাডেমিক যোগ্যতা : এম এ, ইসলাম শিক্ষা, ভিক্টোরিয়া কলেজ, অনার্স ইসলাম শিক্ষা ২য় বিভাগ, কামিল দ্বিতীয় বিভাগ ২০০১, ফাযিল ১ম বিভাগে ১৯৯৯, আলিম ২য় বিভাগ ১৯৯৭, দাখিল ১ম বিভাগ ১৯৯৫
সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান :ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ।
সাংগঠনিক মান : সদস্য, নাঙ্গলকোট থানা দক্ষিণ সভাপতি ও পিপুলিয়া কামিল মাদরাসার নির্বাচিত জিএস ছিলেন।
যাদের আঘাতে শহীদ: বিএনপির সন্ত্রাসী
আহত হওয়ার তারিখ :০২.১১.০৬ নাঙ্গলকোর্ট রেল গেট সন্নিকটে
কবর যেখানে : স্থানীয় গোরস্থান

তিনি খুব সহজে মানুষের আপন করে নিতে পারতেন। মুখে হাসি লেগেই থাকত। ছোটদের খুব স্নেহ করত। ছোটদের নিয়ে খেলা করা তার অভ্যাস ছিল।

বাবার প্রতিক্রিয়া
শিশু বয়স হতে তাঁর ইসলামের প্রতি ঝোঁক ছিল। নামাজের প্রতি প্রবল আকর্ষণ ছোট বেলা হতো। তিনি এক ওয়াক্ত নামাজ কাজা করতেন না ।

দায়িত্বশীলদের প্রতিক্রিয়া
তিনি সহজেই মানুষের মন জয় করে ফেলতে পাতেন। সকল বিষয় মেনে নেয়ার মানসিকতা ছিল।

লেখক- শহীদের গর্বিত পিতা

এক নজরে

পুরোনাম

শহীদ মুহাম্মদ শাহজাহান

পিতা

সিরাজুল ইসলাম

মাতা

মাজেদা বেগম

জন্ম তারিখ

জানুয়ারি ১, ১৯৭৫

ভাই বোন

৬ ভাই ২ বোন (তিনি সপ্তম)

স্থায়ী ঠিকানা

উত্তর দুর্গাপুর পো:দুর্গাপুর বাজার, সদর দক্ষিণ, কুমিল্লা

সাংগঠনিক মান

সদস্য

সর্বশেষ পড়ালেখা

এম এ, ইসলাম শিক্ষা, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ

শাহাদাতের স্থান

নাঙ্গলকোর্ট রেল গেট সন্নিকটে


শহীদ মুহাম্মদ শাহজাহান

ছবি অ্যালবাম: শহীদ মুহাম্মদ শাহজাহান


শহীদ মুহাম্মদ শাহজাহান

ছবি অ্যালবাম: শহীদ মুহাম্মদ শাহজাহান