চট্টগ্রাম ইসলামী ছাত্রশিবিরকে প্রতিকূলতার পাহাড় ডিঙিয়ে প্রতিষ্ঠা লাভ করতে হয়েছে। ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠা করতে গিয়ে যাঁদেরকে আল্লাহর রাস্তায় অকাতরে জীবন দিতে হয়েছে তাঁদের মধ্যে চট্টগ্রামের শহীদ খুরশেদ আলম অন্যতম।
ব্যক্তিগত পরিচয় শহীদ খুরশেদ আলম হলেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আলমের স্নেহাস্পদ সন্তান। তিনি ১৯৮৮ সালে বোয়ালখালী কলেজ থেকে ডিগ্রি পাস করেন।
শহীদ হওয়ার ঘটনা সন্ত্রাসে বিশ্বাসী ছাত্রলীগের দুর্বৃত্তদের নিষ্ঠুর শিকারের আরেকটি প্রোজ্জ্বল ছবি শিবিরকর্মী মুহাম্মদ খুরশেদ আলম। ১৯৮৯ সালের ১৭ অক্টোবরের ঘটনা। বিকেল ৪টা। খুরশেদ আলম তখন বাড়িতেই অবস্থান করছিলেন। হঠাৎ করেই ছাত্রলীগের স্থানীয় সন্ত্রাসী মনসুরের নেতৃত্বে ১৫/২০ জন দুষ্কৃতকারী খুরশীদের বাড়িতে হামলা চালায়। খুরশেদকে সামনে পেয়ে দুর্বৃত্তরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই শাহাদাতবরণ করেন ইসলামী আন্দোলনের সাহসী সেনা খোরশেদ আলম।
একনজরে শহীদ খুরশীদ আলম নাম : মোহাম্মদ খুরশেদ আলম পিতার নাম : নুরুল আলম জন্মস্থান : পোপদিয়া, বোয়ালখালী, চট্টগ্রাম সাংগঠনিক শাখা : চট্টগ্রাম জেলা দক্ষিণ, সাংগঠনিক মান : কর্মী পড়াশোনা : ১৯৮৮ সালে বোয়ালখালী কলেজ থেকে ডিগ্রি পাস শাহাদাতের তারিখ : ১৭ অক্টোবর, ১৯৮৯ শাহাদাতের স্থান : নিজ বাড়ি পরিবারের মোট সদস্য : ৫ জন যাদের আঘাতে শহীদ : স্থানীয় ছাত্রলীগ ক্যাডার মনসুর ও তার সঙ্গীদের দ্বারা
এক নজরে
পুরোনাম
শহীদ খুরশেদ আলম
পিতা
নুরুল আলম
জন্ম তারিখ
নভেম্বর ৩০, -০০০১
ভাই বোন
৫ জন
স্থায়ী ঠিকানা
পোপদিয়া, বোয়ালখালী, চট্টগ্রাম
সাংগঠনিক মান
কর্মী
সর্বশেষ পড়ালেখা
বি এ, সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ
শাহাদাতের স্থান
নিজ বাড়ি
Thanks for subscription!
You'll be receiving emails from us regarding special events and newsletters from now on.