একটি নীরব বিপ্লবের হাতছানি - পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম

এ প্রজন্মকে ইসলামী আন্দোলনের দিকে আহ্বান করার জন্য আমরা সদা কাজ করে চলেছি। আমাদের নানামুখী জ্ঞানপূর্ণ পন্থা এখানে কার্যকর। সেসব প্রচেষ্টার সাথে সাথে আজ আমি একটি ছোট্ট, সহজ কিন্তু অত্যন্ত ফলপ্রসূ দাওয়াতি মাধ্যমের ব্যাপারে আলোচনা করতে চাই। আমার বিশ্বাস, আমরা যারা ইসলামী আন্দোলন করছি, তারা এ ব্যাপারে সচেতন হলে স্বল্প সময়ের ব্যবধানে অনেক বড় ফল লাভ করা যাবে।

শহীদ তিতুমীর: বাংলার এক অনন্য স্বাধীনতা সংগ্রামী

তিতুমীর, প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী, ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের এক উজ্জ্বল নাম। ১৭৮২ সালে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলিম ও সংগ্রামী নেতা, যিনি ব্রিটিশ শাসকদের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষকে সংগঠিত করেছিলেন।

আল কুরআন দুনিয়ার কল্যাণ ও আখিরাতে মুক্তির শ্রেষ্ঠ পথনির্দেশনা - হাফেজ মুহাম্মাদ রাশেদুল ইসলাম

وَيَوۡمَ نَبۡعَثُ فِىۡ كُلِّ اُمَّةٍ شَهِيۡدًا عَلَيۡهِمۡ مِّنۡ اَنۡفُسِهِمۡ‌ وَجِئۡنَا بِكَ شَهِيۡدًا عَلٰى هٰٓؤُلَۤاءِ‌ؕ وَنَزَّلۡنَا عَلَيۡكَ الۡكِتٰبَ تِبۡيَانًا لِّكُلِّ شَىۡءٍ وَّهُدًى وَّرَحۡمَةً وَّبُشۡرٰى لِلۡمُسۡلِمِيۡنَ۞

শিক্ষার জন্য রাসূল ﷺ এর নির্দেশনা - হাফেজ রাশেদুল ইসলাম

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الزِّنَادِ، عَنْ أَبِيهِ، عَنْ خَارِجَةَ بْنِ زَيْدِ بْنِ ثَابِتٍ، عَنْ أَبِيهِ، زَيْدِ بْنِ ثَابِتٍ قَالَ أَمَرَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ أَتَعَلَّمَ لَهُ كَلِمَاتِ كِتَابِ يَهُودَ ‏.‏ قَالَ ‏ "‏ إِنِّي وَاللَّهِ مَا آمَنُ يَهُودَ عَلَى كِتَابٍ ‏"‏ ‏.‏ قَالَ فَمَا مَرَّ بِي نِصْفُ شَهْرٍ حَتَّى تَعَلَّمْتُهُ لَهُ قَالَ فَلَمَّا تَعَلَّمْتُهُ كَانَ إِذَا كَتَبَ إِلَى يَهُودَ كَتَبْتُ إِلَيْهِمْ وَإِذَا كَتَبُوا إِلَيْهِ قَرَأْتُ لَهُ كِتَابَهُمْ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ رَوَاهُ الأَعْمَشُ عَنْ ثَابِتِ بْنِ عُبَيْدٍ الأَنْصَارِيِّ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ قَالَ أَمَرَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ أَتَعَلَّمَ السُّرْيَانِيَّةَ

নিয়তের পরিশুদ্ধতা - মুহাদ্দিস ডক্টর এনামুল হক

নিশ্চয়ই যাবতীয় কাজের ফলাফল নিয়তের ওপর নির্ভরশীল। আর প্রত্যেক ব্যক্তি তাই প্রাপ্ত হয় যা সে নিয়ত করে। কাজেই কারো হিজরত যদি হয় আল্লাহ ও তাঁর রাসূলের উদ্দেশ্যে তাহলে সেটা আল্লাহ ও তাঁর রাসূলের জন্যই পরিগণিত হবে। আর কারো হিজরত যদি হয় দুনিয়ার কোনো সুখ-শান্তি বা সুবিধা-স্বার্থ হাসিলের জন্য অথবা কোনো নারীকে বিবাহের জন্য তাহলে তার সে উদ্দেশ্যই অর্জন হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে।’

উজ্জীবিত ঈমানের বিচ্ছুরিত আলো - মুহাম্মদ আসাদ উল্লাহ আদিল

আল্লাহ পাক সুদক্ষ ও দুঃসাহসী সামরিক অশ্বের যে বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছেন, তা একত্রিত করে বলা যায় : ‘শপথ ঐ অশ্বসমূহের, ভীষণ বেগে দৌড়ানোর সময় যাদের ক্ষুরাঘাতে অগ্নিবিচ্ছুরিত হয় এবং প্রভাতকালে হামলা করে শত্রুবূহ্যের অভ্যন্তরে ঢুকে পড়ে। এ সময় ঘনঘোর যুদ্ধের কারণে সকালের ঠাণ্ডা আবহাওয়াতেও আকাশে ধূলি উৎক্ষিপ্ত হয়’।

আমার পরিচয় আমি একজন মুসলিম - প্রফেসর তোহুর আহমদ হিলালী

আল্লাহপাক তাঁর সেরা সৃষ্টি মানুষকে বিবেক-বুদ্ধি দান করেছেন যার কারণে মন্দ কাজে বিবেক তিরস্কার করে। বিবেক-বুদ্ধির পাশাপাশি দান করেছেন নবী ও রাসূল। আদম (আ) প্রথম মানুষ হওয়ার সাথে সাথে ছিলেন একজন নবী। সকল নবী-রাসূল ও তাঁদের অনুসারীরা ছিলেন মুসলিম। মুসলিম অর্থ অনুগত অর্থাৎ যারা আল্লাহর বিধান মেনে চলে তারা মুসলিম (অনুগত) এবং যারা অমান্য করে তারা কাফের (অমান্যকারী)।

যাদের অজস্র ত্যাগের ওপর দাঁড়িয়ে আজকের এই কাফেলা - ব্যারিস্টার নাজিব মোমেন

শিবিরের এ অর্জন আমাদের জন‍্য নিছক গর্বের বিষয় নয়; বরং এটা আল্লাহর এক বিশাল রহমত এবং একটা বিরাট দায়িত্ব। যারা এক সময়ে শিবিরের নেতা-কর্মী ছিলেন, এখনও শিবিরকে ভালোবাসেন,অতীতের কথা ভেবে নস্টালজিয়ায় ভোগেন, কিন্তু সময়ের পরিক্রমায় দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন থেকে একটু দূরে সরে গেছেন, সাংগঠনিক ভাষায় নিষ্ক্রিয় হয়ে গেছেন; তারা আল্লাহর ওয়াস্তে একটু চিন্তা করে দেখুন- একজন শিবিরের সদস্যের পেছনে সংগঠনের কতটা সময় এবং রিসোর্স ব্যয় করা হয়। আপনি যার টার্গেট ছিলেন, সেই ভাইটি দিনের পর দিন আপনার কাছে এসেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন; অপমানিত হয়েছেন, তারপরও আপনাকে ভালোবেসেছেন।

দুনিয়ার প্রতি সীমাহীন আসক্তি ও তার পরিণাম - ড. মো. শফিকুল ইসলাম

কুরআনি পরিভাষায় ‘নিফাক’ ও ‘মুনাফিকী’ও একই ধরনের দুমুখো নীতির নাম। মুখে সে মুমিন হওয়ার কথা স্বীকার করে এবং লোক দেখানো সালাত, সাওম, হজ্জও আদায় করে; কিন্তু সে আন্তরিকভাবে কুফরির প্রতি আকৃষ্ট থাকে। ইসলামবিরোধী আকীদা-বিশ্বাস অন্তরে লালন করে। এমন দুমুখো নীতির মানুষকে ইসলামী শরীয়াহ মুনাফিক নামে অভিহিত করেছে।