২০২৫ সেশনের জন্য ছাত্রশিবিরের সেটআপ সম্পন্ন


শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫ - শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

আলহামদুলিল্লাহ, আল্লাহর একান্ত মেহেরবানিতে ২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে। সারাদেশের সদস্যদের অনলাইন ভোটে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম। সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন নূরুল ইসলাম।

৩১ ডিসেম্বর বেলা ৩ ঘটিকায় ছাত্রশিবিরের সহকারি নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিনের সঞ্চালনায় এবং প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ফলাফল ও নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করেন। নাম ঘোষণার পর নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতিকে শপথবাক্য পাঠ করান ছাত্রশিবিরের প্রধান নির্বাচন কমিশনার।

গত ২৯ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৭.০০টা থেকে ৩০ ডিসেম্বর ২০২৪ রাত ৮টা পর্যন্ত সারাদেশে অনলাইনের মাধ্যমে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে নূরুল ইসলামকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেন।

নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি এর পূর্বে যথাক্রমে সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতির দায়িত্ব পালন করেছেন।

নব মনোনীত সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম ইতিপূর্বে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্লানিং এন্ড ডেভলপমেন্ট সম্পাদক, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি দায়িত্ব পালন করেছেন।

উক্ত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের প্রতিষ্ঠাকালীন সদস্য আবু নাসের মুহাম্মদ আব্দুজ জাহের। তিনি ছাত্রশিবিরের সদস্যদের আগামী দিনে পথচলার দিকনির্দেশনা প্রদান করেন ও দোয়া মুনাজাত পরিচালনা করেন।

সমাপনি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, আমিনুল ইসলাম মুকুল, ড. আজম ওবায়েদুল্লাহ, মোহাম্মদ শাহজাহান, মাওলানা রফিকুল ইসলাম খান, এহসানুল মাহবুব যুবায়ের, এডভোকেট মতিউর রহমান আকন্দ, নুরুল ইসলাম বুলবুল, সেলিম উদ্দিন, ড. শফিকুল ইসলাম মাসুদ, জাহিদুর রহমান, ড. রেজাউল করিম. ডা. ফখরুদ্দিন মানিক, দেলোওয়ার হোসাইন, আব্দুল জব্বার, আতিকুর রহমান, ইয়াসিন আরাফাত, ড. মোবারক হোসেন, পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, সালাহউদ্দিন আইউবী, হাফেজ রাশেদুল ইসলাম, রাজিবুর রহমান পলাশ ও সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামসহ কার্যকরি পরিষদের নেতৃবৃন্দ।