'ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট ২০২৪'


রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ - রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বাস্তব জীবনে বিজ্ঞান চর্চাকে উদ্বুদ্ধ করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজন করতে যাচ্ছে
'ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট ২০২৪'

???? তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৪
???? সময় : সকাল ৯টা থেকে বিকাল ৫টা
???? স্থান : সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা

ডেলিগেট : ৫ম শ্রেণি - ১২তম শ্রেণি পর্যন্ত
রেজিস্ট্রেশন ফি : ফ্রি!

এবারের সায়েন্স ফেস্টে থাকছে :

জুনিয়র সায়েন্টিস্ট হান্ট (প্রজেক্ট শো)

পুরস্কার :
???? চ্যাম্পিয়ন পুরস্কার : ৬০,০০০ টাকা
???? রানার-আপ : ৪০,০০০ টাকা
???? তৃতীয় স্থান : ৩০,০০০ টাকা
???? ৪র্থ স্থান : ২০,০০০ ও
???? ৫ম স্থান : ১০,০০০ টাকা

রেজিষ্ট্রেশন লিংক : https://scientisthunt.shibir.org.bd

*প্রতিটি টিমে সর্বোচ্চ তিনজন অংশগ্রহণ করতে পারবে*


???? রুবিক্স কিউব প্রতিযোগিতা
???? চ্যাম্পিয়ন পুরস্কার : ১৫,০০০ টাকা
???? রানার-আপ : ১০,০০০ টাকা
???? তৃতীয় স্থান : ৫,০০০ টাকা

রেজিষ্ট্রেশন লিংক : https://rubikscubecontest.shibir.org.bd

???? অন্যান্য আয়োজন (রেজিষ্ট্রেশনের প্রয়োজন নেই) :
✔️ ইনস্ট্যান্ট প্রবলেম সলভিং ও পুরস্কার
✔️ ফিজিক্স, কেমিস্ট্রি, ও অ্যাস্ট্রোনমি বুথ
✔️ সায়েন্টিফিক ডকুমেন্টারি শোয়িং
✔️ ক্যারিয়ার বুথ

রেজিস্টেশন এর শেষ সময় : ২৫ ডিসেম্বর, ২০২৪

অতিরিক্ত সুবিধা (শুধুমাত্র জুনিয়র সায়েন্টিস্ট হান্ট ও রুবিক্স কিউবে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের জন্য) :
???? টি-শার্ট, সকালের নাস্তা ও মধ্যাহ্নভোজ।
???? সার্টিফিকেট, মেডেল এবং ক্রেস্ট।

প্রোগ্রাম প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে। সারাদেশ থেকে এসে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন শিক্ষার্থী বন্ধুরা।

বিশ্বজুড়ে জ্ঞান-বিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করতে যোগ দিন এই অসাধারণ উৎসবে! ????