আত্মগঠন ও মানোন্নয়নের মাস রমাদান


বৃহস্পতিবার, ১৮ জুন ২০১৫ - শনিবার, ১৮ জুলাই ২০১৫

প্রতি বছরের ন্যায় এবারও রহমত, মাগফেরাত ও নাজাতের অমূল্য সওগাত নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে পবিত্র মাহে রমজান। আত্মগঠন, মানোন্নয়ন ও ইসলামী সমাজ বিনির্মানের জন্য যোগ্য মানুষ তৈরির উত্তম সুযোগ এ মাসে পাওয়া যায়। এ মাসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে নিম্নলিখিত কর্মসূচি ঘোষণা করা হয়েছেঃ 

# কর্মসূচী সমূহঃ 

১. জনশক্তিদের কাছে কেন্দ্রীয় সভাপতির পক্ষ থেকে পাঠানো নসীহত পৌঁছানোর ব্যবস্থা করা।
২. ভিআইপি ব্যক্তি ও মসজিদে মসজিদে অর্থসহ কোরআন, কোরআন শরীফ ও হাদীসের বই বিতরনের উদ্যোগ নেয়া।
৩. জনশক্তির মানোন্নয়নের মাস হিসেবে রমজান মাসকে গ্রহণ করে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া
৪. জনশক্তিকে বিষয় ভিত্তিক আয়াত ও হাদীস মুখস্ত করার জন্য উদ্বুদ্ধ করা।
৫. প্রতিটি মসজিদে বাদ জোহর অথবা বাদ আসর দারসুল কুরআন, হাদীস পাঠের ব্যবস্থা করা।
৬. রমজান মাসে ব্যাপকভিত্তিক ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি পালন করা।
৭. মসজিদে মসজিদে সহীহ কুরআন তালিমের ব্যবস্থা করা।
৮. প্রতিটি থানা কমপক্ষে এশটি তা’লিমুল কোরআন কোর্স চালুর ব্যবস্থা করা।

এই ছাড়াও নিন্মোক্ত কর্মসূচী গুলোও গ্রহন করা দরকার। 
১. পরিবেশ পরিস্থিতি মূল্যায়ন করে র‌্যালী করা।
২. মাহে রমজানের পোষ্টারিং করা। এক্ষেত্রে ১২-১৪জুনের মধ্যে পোষ্টারিং শেষ করা দরকার।
৩. উপশাখা ও ওয়ার্ড পর্যায়ে ব্যাপকভিত্তিক ইফতার মাহফিল ও ইফতার চক্র আয়োজন করা। এক্ষেত্রে প্রতিটি উপশাখায় কমপক্ষে ১টি ইফতার নিশ্চিত করা।
৪. এতিম, পথ শিশু ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ।


সংশ্লিষ্ট