সাক্ষরতা অভিযান'১৯ (৮-১৪ সেপ্টেম্বর'১৯)


রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৯ - শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯

সাক্ষরতা অভিযান'১৯ (৮-১৪ সেপ্টেম্বর'১৯)

 

কর্মসূচিঃ

১। প্রত্যেক জনশক্তির কমপক্ষে একজন নিরক্ষরকে অক্ষরজ্ঞান দান নিশ্চিত করা।
২। স্থানীয়ভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ উপলক্ষে সামাজিক ব্যানারে প্রোগ্রাম বাস্তবায়ন করা যেতে পারে।
৩। এ সংক্রান্ত প্রোগ্রামে স্থানীয় সামাজিক নেতৃবৃন্দকে মেহমান হিসেবে রাখা যেতে পারে।
৪। উপশাখা/ ওয়ার্ডভিত্তিক অস্থায়ী ক্যাম্প তৈরির চেষ্টা করা।
৫। চক, ডাস্টার, বোর্ড, বই, খাতা ও কলম বিতরণ করা।
৬। সকল পর্যায়ের জনশক্তির এ কর্মসূচি নিজে বাস্তবায়ন করার পাশাপাশি সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা।
৭। ইমাম ও মুয়াজ্জিনসহ স্থানীয় প্রভাবশালীদের কাজে লাগানো (সপ্তাহ চলাকালীন শুক্রবারে ইমাম সাহেবদের সাক্ষরতার গুরুত্ব নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ জানানো)।
৮। পথশিশু, শ্রমজীবীদের অগ্রাধিকার দেওয়া।
৯। পথশিশু, শ্রমিক ও অল্প শিক্ষিতদের মাঝে বর্ণমালার বই বিতরণ করা।
১০। বয়স্ক শিক্ষা কার্যক্রম চালু করা।
১১। পথশিশু ও প্রাপ্তবয়স্কদের নিয়ে অস্থায়ী স্কুল প্রতিষ্ঠা করা।