জাতীয় শর্ট-ফিল্ম প্রতিযোগিতা ২০২৩


শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩ - শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নানাবিধ আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ‘জাতীয় শর্টফিল্ম প্রতিযোগিতা’ আয়োজন করতে যাচ্ছে। উক্ত প্রতিযোগিতায় প্রত্যেক শাখার পাশাপাশি শাখার বাইরের সকল সুস্থ সংস্কৃতিপ্রেমী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অংশগ্রহণের আহ্বান রইলো।

⋙ জমা দেওয়ার শেষ তারিখ : ২৮.০২.২০২৩

● শর্টফিল্মের বিষয়বস্তু :
∎ সংগঠনের ৫ দফা
∎ সংগঠনের ইতিহাস ঐতিহ্য
∎ সংগঠন পালিত দিবসসমূহ
∎ সংগঠনের শহীদ ও জীবন্ত শহীদ

● ভিডিও প্রস্তুতের ক্ষেত্রে নির্দেশনা :
∎ শর্টফিল্মে কোনো লোগো ব্যবহার করা যাবে না।
∎ প্রযোজনায় ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির’ ও শাখার নাম, অভিনেতা ও কলাকুশলীদের নামসহ বিস্তারিত Video description-এর মধ্যে লিখে দিতে হবে।
∎ শর্টফিল্ম টাইটেলসহ সর্বোচ্চ ১০ মিনিটের মধ্যে শেষ করতে হবে; অন্যথায় প্রতিযোগিতা ও প্রদর্শনীর অনুপযোগী বলে বিবেচিত হবে।
∎ শতভাগ পর্দা নিশ্চিত করতে হবে।
∎ কোনো ফিল্মের স্ক্রিপ্ট কপি করা হলে তা বাতিল বলে গণ্য হবে।

● প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলি :
∎ প্রতিযোগিতায় ছাত্রশিবিরের শাখা পর্যায় ছাড়াও কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে পারবেন।
∎ যে কোনো বয়সের নারী অভিনেত্রী গ্রহণযোগ্য নয়।
∎ প্রতিটি ফিল্মের সাথে ইউটিউবে আপলোডের জন্য পোস্টার/থাম্বনেইল (সাইজ ১৬:৯) পাঠাতে হবে।
∎ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ফিল্মের স্বত্বাধিকারী হবে ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির’। কেন্দ্রীয় সংগঠন প্রচার করার পূর্বে কেউ উক্ত ফিল্ম সোশ্যাল মিডিয়াসহ কোথাও প্রচার করতে পারবে না।
∎ ই-মেইলের সাবজেক্টে জাতীয় শর্টফিল্ম প্রতিযোগিতা-২৩ এবং ই-মেইলে কলাকুশলীদের নাম ও যোগাযোগের নম্বর দিতে হবে।

● শর্টফিল্ম পাঠানোর ঠিকানা : [email protected] (ইমেইল) অথবা t.me/Towhid0 (টেলিগ্রাম)

● প্রতিযোগিতার পুরস্কার :
¦ ১ম পুরস্কার : ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) ও ক্রেস্ট
¦ ২য় পুরস্কার : ৭৫,০০০/- (পঁচাত্তর হাজার টাকা) ও ক্রেস্ট
¦ ৩য় পুরস্কার : ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) ও ক্রেস্ট
¦ (৪র্থ-১০ম) পুরস্কার : ২০,০০০/- (বিশ হাজার টাকা) ও ক্রেস্ট
¦ প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রতিটি ভিডিও : ১০,০০০/- (দশ হাজার টাকা) ও ক্রেস্ট


ওরাই শিবির | জাতীয় শর্টফিল্ম প্রতিযোগিতা ২০২৩ | রাজশাহী মহানগর

৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে 'জাতীয় শর্টফিল্ম প্রতিযোগিতা ২০২৩'-এ ১০ম স্থান অধিকারী রাজশাহী মহানগর এর শর্টফিল্ম 'ওরাই শিবির'।

প্রায়রিটি | জাতীয় শর্টফিল্ম প্রতিযোগিতা ২০২৩ | ইসলামী শর্টফিল্ম | নোয়াখালী জেলা উত্তর

৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ' জাতীয় শর্টফিল্ম প্রতিযোগিতা ২০২৩ '-এ ৯ম স্থান অধিকারী নোয়াখালী জেলা উত্তর এর শর্টফিল্ম 'প্রায়রিটি'।

গন্তব্য | জাতীয় শর্টফিল্ম প্রতিযোগিতা ২০২৩ | রংপুর মহানগর

৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ' জাতীয় শর্টফিল্ম প্রতিযোগিতা ২০২৩ '-এ ৮ম স্থান অধিকারী রংপুর মহানগর এর শর্টফিল্ম 'গন্তব্য'।