⇲⇲ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষ্যে কর্মসূচি ⇱⇱
মাতৃভাষা বাংলা ভাষা খোদার সেরা দান
মাতৃভাষা বাংলা ভাষা খোদার সেরা দান
১১ মার্চ ইসলামী ছাত্রশিবিরের শহীদ দিবস। ১৯৮২ সালের এই দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর শহীদ সাব্বির হামিদ, আইয়ুব ও জাব্বারের রক্তে রঞ্জিত হয়েছিল। ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ইসলামী ছাত্রশিবিরের যাত্রা শুরুর পর এই দিনে বাংলাদেশে ইসলামী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ হওয়ার গেীরব অর্জন করেন শহীদ সাব্বির আহমদ।
“নিশ্চয়ই রাসূল (সাঃ) এর জীবনেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ” কোরআনের এই আয়াতকে সামনে রেখে ছাত্র ও যুব সমাজকে রাসূল (সাঃ) এর আদর্শে উজ্জীবিত করে গড়ে তোলার লক্ষ্যে ছাত্রশিবির পবিত্র মাহে রবিউল আউয়ালকে সামনে রেখে নিম্নোক্ত কর্মসূচী ঘোষনা করেছে।
আগামী ১৩ ডিসেম্বর ১২ই রবিউল আউয়াল সমাগত। এই দিনে বিশ্বের মহামানব মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসুলুল্লহ (সাঃ) এ পৃথিবীতে আগমন করেছিলেন এবং এ দিনটিই তাঁর ওফাত দিবস। “নিশ্চয়ই রাসূল (সাঃ) এর জীবনেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ” কোরআনের এই আয়াতকে সামনে রেখে ছাত্র ও তরুণ সমাজকে রাসূল (সাঃ) এর আদর্শে উজ্জীবিত করে গড়ে তোলার লক্ষ্যে ছাত্রশিবির কাজ করে যাচ্ছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিন্মোক্ত কর্মসূচীগুলো গ্রহণ করেছে।